যশোর প্রতিনিধিঃযশোর জেলার শার্শা উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র, ফেনসিডিল ও ইয়াবাসহ সোলায়মান হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতারকৃত সোলায়মান হোসেন উপজেলার মহিষাডাঙ্গা এলাকার নাসির উদ্দিনের ছেলে।
শুক্রবার (২৬ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে যশোর ডিবি পুলিশের ওসি মারুফ আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ওই দিন ভোরে মহিষাডাঙ্গা এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে ডিবি পুলিশের ওসি মারুফ আহম্মদ জানান, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহিষাডাঙ্গা এলাকার স্থানীয় নাসির উদ্দিনের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একদল সদস্য। অভিযানে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ৩শ বোতল ফেনসিডিল ও ১২০ পিস ইয়াবাসহ সোলায়মান হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় মহিষাডাঙ্গা গ্রামের আব্বাস আলীর ছেলে আসানূর রহমান ও একই এলাকার হযরত রহমতের ছেলে ওবায়দুর রহমান পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ব্রিফিংকালে ওসি মারুফ আহম্মদ বলেন, এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মুরাদ হোসেন বাদী হয়ে বেনাপোল থানায় অস্ত্র ও মাদক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা করেছেন।
গ্রেফতারকৃত সোলায়মানসহ পলাতক আসামিদের বিরুদ্ধে বেনাপোল থানায় একাধিক মামলা রয়েছে বলেও প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।