নাফি উজ জামান পিয়াল, যশোর প্রতিনিধি: যশোর দড়াটানাস্থ ভৈরব নদীর পাড়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের ১ বছর আজ। গতবছর এই দিন ভৈরব নদের পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান চালায় যশোর জেলা প্রশাসন। ভৈরব নদের খনন কাজ, নদীর নব্যতা ফিরিয়ে আনতে ও নদীকে দূষণমুক্ত করতে এই স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছদে অভিযানে উপস্থিত ছিলেন যশোরের তৎকালীন জেলা প্রশাসক জনাব আব্দুল আওয়াল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন যশোর সদরের সহকারী কমিশনার ( ভূমি ) সৈয়দ জাকির হোসেন।
উচ্ছেদ অভিযানে প্রায় ৮৪ টি দোকানঘর বুলড্রোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এসব দোকানের মধ্যে বেশির ভাগ দোকান ছিল বিভিন্ন লাইব্রেরি, স্টুডিও ও বেডিং এর দোকান। দোকানীদের উচ্ছেদ অভিযানের আগের দিন নোটিশ দেওয়ার পরও তার তাদের মালামাল সরাতে ব্যার্থ হয়। আর সেই অবস্থায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। ফলে তাদের বিশাল ক্ষতির মুখে পড়তে হয়।
উল্লেখ্য গতবছরের মার্চে এ অভিযান পরিচালনার পরে উচ্ছেদকৃত দোকান মালিকগণ হতাশায় দিনযাপন করতে থাকে। যশোর পুস্তক সমিতি যশোরের তৎকালীন জেলা প্রশাসকের দারস্থ হলে তিনি যশোর মুসলিম একাডেমী, স্কুলের নবনির্মিত মার্কেটে তাদের দোকানঘরের ব্যবস্থা করতে নির্দেশ দেন, এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে তাদের পুন:বাসনের সুযোগ প্রদানের আদেশ করেন। সেই অনুযায়ী বিদ্যালয়ের নবনির্মিত মার্কেটের ৫০ টি দোকানে উচ্ছেদকৃত দোকান মালিকরা দোকানঘর ভাড়া নিয়ে গতবছরের ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে নতুন করে যাত্রা শুরু করে।