সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
যশোরে মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার | চ্যানেল খুলনা

যশোরে মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে এক নারীকে ভারতে পাচারকালে মোক্তার হোসেন (৩৩), গোলাপ সাহা (৪৫) ও জসিম মিয়া (৪০) নামে তিন মানবপাচারকারীকে আটক করেছে পুলিশ। যশোর কোতোয়ালি থানার এসআই আনসারুল হক সোমবার গভীররাতে শহরের মনিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক ও ভিকটিমকে উদ্ধার করে।

আটক মোক্তার হোসেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাও উপজেলার মান্নারপাড়ার হযরত আলীর ছেলে, গোলাপ সাহা যশোর শহরের সিটি কলেজপাড়ার আব্দুল হকের ছেলে ও জসিম মিয়া শহরের চাঁচড়া রায়পাড়ার হক মিয়ার ছেলে।
এ ঘটনায় নরসিংদী জেলার শিবপুর উপজেলার ভরতেরকান্দি গ্রামের ভূক্তভোগীর মা বাদী হয়ে কোতোয়ালি থানায় মানবপাচারের অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করা হয়েছে।
বাদী মামলায় বলেছেন, আসামিরা সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের সদস্য। তারা লোভনীয় বেতনের চাকরির আশ্বাস দিয়ে বিদেশ পাঠানোর নামে প্রতারণা করে আসছিলো। তাদের একই এলাকার আরেকটি মেয়ে বর্তমানে ভারতে থাকে। পূর্বপরিচিত হওয়ার আমার মেয়ের সাথে সে কথা বলতো। সেই সুযোগে আমার মেয়েকে ভারতে পার্লারে ভাল বেতনের চাকরির প্রলোভন দেখায়। এরপর শিবচর গাউছিয়া বাসস্ট্যান্ড থেকে বাসে করে আসামিরা তার মেয়েকে ভারতে পাচার করতে বেনাপোলে নিয়ে যাচ্ছিলো। পুলিশ আসামি তিনজনকে আটক ও মেয়েকে উদ্ধার করে।

এ বিষয়ে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ চক্রের আরো সদস্যদের আটকে তদন্ত করা হচ্ছে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

সাত বছর সাজা ভোগ শেষে ২ ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন

যশোরের শার্শা সীমান্তে পিটুনিতে দুই যুবকের মৃত্যু

বিজয় দিবসে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বর্ণীল আয়োজনে শার্শায় মহান বিজয় দিবস উদযাপন

বিজয় দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন

কোন ইন্ধনে নয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধের আহব্বান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।