সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
যশোরে যুবককে কুপিয়ে হত্যা অজ্ঞাত লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

যশোরে যুবককে কুপিয়ে হত্যা অজ্ঞাত লাশ উদ্ধার

চ্যানেল খুলনা ডেস্কঃ যশোরে মিনারুল ইসলাম (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত পৌনে দুইটার দিকে তার মৃত্যু হয়। মিনারুল সদর উপজেলার সালতা গ্রামের সদর আলী গাজীর ছেলে।
নিহতের ভাই আক্তারুজ্জামান জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা মিনারুলকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এরপর হাসপাতালের অপারেশন থিয়েটারে জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ রাত পৌনে দুইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি (অপারেশন) সেখ তাসনীম আহমেদ বলেন, মিনারুল ইসলাম নামে এক যুবককে তার বাড়ির পাশেই কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। তবে হত্যার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। তবে কি কারণে কারা তাকে কুপিয়ে হত্যা করেছে সে বিষয়ে পুলিশ কোন তথ্য দিতে পারেনি। তিনি বলেন, মিনারুল এলাকায় নিরীহ ভালো মানুষ হিসেবে পরিচিত ছিল। ওইদিন রাতে সে বাড়িতেই ছিল। হঠাৎ করেই সে নিখোঁজ হয়। পরে রাত ১২টার দিকে বাড়ির পাশের ড্রেনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে গ্রামবাসী উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়।
অপরদিকে, যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সমীর কুমার সরকার জানান, বৃহস্পতিবার সকালে যশোর-বেনাপোল সড়কের তপসীডাঙ্গা এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত (৩৮) এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মুখ ও শরীরে জখমের চিহ্ন ছিল। তার পরনে চেক লুঙি ও গায়ে সাদা শার্ট ছিল। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরের শার্শা সীমান্তে পিটুনিতে দুই যুবকের মৃত্যু

বিজয় দিবসে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বর্ণীল আয়োজনে শার্শায় মহান বিজয় দিবস উদযাপন

বিজয় দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন

কোন ইন্ধনে নয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধের আহব্বান

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও যাতায়াত স্বাভাবিক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।