যশোর প্রতিনিধিঃযশোরে প্লাস্টিকের বস্তায় চাল রাখার দায়ে দুই রাইস মিল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৫ আগস্ট) দুপুরে যশোর সদর উপজেলার বাহাদুরপুর আনোয়ার হোসেন ও আজম আলীর রাইস মিলে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলো, যশোর সদর উপজেলার নওয়াপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে আনোয়ার হোসেন এবং একই এলাকার আকবার খানের ছেলে আজম আলী।ভ্রাম্যমাণ আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকী ও নিলুফা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় প্লাস্টিক বস্তায় চাল রাখার দায়ে আনোয়ার হোসেনকে ২০০০ টাকা এবং আজম আলীকে ৩০০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।