চ্যানেল খুলনা ডেস্কঃ গত ১৯/০২/২০২০ তারিখ আনুমানিক ১৮.৩০ ঘটিকার সময় মেজর এ এম আশরাফুল ইসলাম,
পিপিএম এবং এএসপি মোঃ তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে র্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, যশোর জেলার বাগারপাড়া থানাধীন সুখদেবনগর সাকিনস্থ্য ধুয়াকুলা হতে সুখদেবনগর কাঁচা রাস্তাগামী আউরাখালের ব্রীজের পার্শ্বে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঘটনার সত্যতা ও
আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে যশোর জেলার বাগারপাড়া থানাধীন সুখদেবনগর সাকিনস্থ্য ধুয়াকুলা হতে সুখদেবনগর কাঁচা রাস্তাগামী আউরাখালের ব্রীজের পশ্চিম দিকে কাঁচা রাস্তার উপর পৌছালে কতিপয় ব্যক্তি র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল উক্ত স্থানটি ঘেরাও পূর্বক আসামী ১। মোঃ আবু হাসান টনি (২৫), পিতা-মৃত লুৎফর রহমান,
সাং-ছাইবাড়িয়া, থানা-বাগারপাড়া, জেলা-যশোরকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীর দেহ তল্লাশীকালে এর নিকট হতে ১। ৭৬০ পিস ইয়াবা ট্যাবলেট ২। ০৩টি মোবাইল ফোন ৩। ০৫টি সীমকার্ডসহ ৪।নগদ-৪০০/-(চারশত)টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেন। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় সে দীর্ঘদিন যাবত যশোর জেলার বাগারপাড়া থানাধীন বিভিন্ন স্থানে গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার বাগারপাড়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।- খবর বিজ্ঞপ্তি