নাফি উজ জামান পিয়াল, যশোর প্রতিনিধি :: সারা দেশে করোনায় আতঙ্কগ্রস্ত মানুষ। তার প্রভাব পড়েছে যশোর রেলওয়ে ষ্টেশনেও। দিন দিন যাত্রী সংখ্যা কমতে শুরু করেছে । করোনা ভাইরাসের কারণে এক সাথে অধিক জনসমাবেশ স্থানে থাকা নিষেধ করার পর থেকেই কমতে শুরু করেছে যাত্রীদের সংখ্যা এমটাই বলছেন যশোরের রেল কর্তৃপক্ষ। আজ সকালে ষ্টেশনে গিয়ে দেখা যায় সীমিত পরিমাণ যাত্রী। যারা অধিক প্রয়োজন বলে এসেছেন। সৈকত হোসেন নামের এক যাত্রীর সাথে কথা বললে তিনি জানান, প্রয়োজনীয় কাজে তিনি বেনাপোল যাবেন। ইচ্ছা না থাকা সত্ত্বেও ঝুকি নিয়ে বের হয়েছেন তিনি। যশোর রেলওয়ে ষ্টেশনের বুকিং অফিসার ইনচার্জ সাকেদুর রহমান বলেন আগের তুলনায় যাত্রীদের সংখ্যা অনেকাংশে কম হয়েছে। বুকিং রেকড অনুযায়ী গত ৫ দিনের এ পরিসংখ্যান জানান তিনি। বুকিং রেকড অনুযায়ী গত ১১/০৩/২০২০ তারিখে যাত্রী সংখ্যা ছিল ২২৩৫ জন, ১২/০৩/২০২০ তারিখে যাত্রী সংখ্যা ছিল ২৩৭৭ জন, ১৩/০৩/২০২০ তারিখে যাত্রী সংখ্যা ছিল ২১৫৫ জন, ১৪/০৩/২০২০ তারিখে যাত্রী সংখ্যা ছিল ১৯২৮ জন, ১৫/০৩/২০২০ তারিখে যাত্রী সংখ্যা ছিল ১৮৮০ জন, ১৬/০৩/২০২০ তারিখে যাত্রী সংখ্যা ছিল ১৭৭৩ জন, ১৭/০৩/২০২০ তারিখে যাত্রী সংখ্যা ছিল ১৭৮৯ জন, এবং ১৮/০৩/২০২০ তারিখে যাত্রী সংখ্যা ছিল ১৮১৬ জন।