যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলায় দুজন করোনা রোগী শনাক্ত হয়েছে। তারা যশোর সদরের বাবলাতলা ও খড়কী এলাকার বাসিন্দা। আজ দুপুরে তাদের করোনা শনাক্ত হওয়ার পরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।
এর আগে শুক্রবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের ল্যাবে যশোরসহ আশপাশের আরো ছয়টি জেলার মোট ৯৫টি করোনা সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১২টি নমুনার পজেটিভ রেজাল্ট পাওয়া যায়।
যবিপ্রবি কর্তৃপক্ষ জানায়, যশোরের ৪১টি নমুনার মধ্যে নয়টি, ঝিনাইদহের ২০টি নমুনার মধ্যে দুটি ও নড়াইলের ২২টি নমুনার মধ্যে একটি পজেটিভ রেজাল্ট পাওয়া যায়। মাগুরা জেলার ১১টি ও চুয়াডাঙ্গা জেলার একটি নমুনা পরীক্ষা করে সবকটির ফলাফলই নেগেটিভ এসেছে।