আন্তর্জাতিক ডেস্কঃযুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং সৌদি আরবকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। দেশটি বলেছে, তেহরানের নির্ধারিত সীমা (রেডলাইন) অতিক্রম করলেই ওয়াশিংটন, তেল আবিব এবং রিয়াদকে ধ্বংস করে দেওয়া হবে।ইসরায়েলভিত্তিক গণমাধ্যম হারেটজ এক প্রতিবেদনে জানায়, সোমবার ইরানের এলিট বাহিনী রেভ্যুলেশনারি গার্ডের প্রধান হোসেইন সালামি টেলিভিশনে বক্তব্য দেন। সেখানেই তিনটি দেশকে ধ্বংস করার হুমকি দেন তিনি।হোসেইন সালামি বলেন, আমরা সংযম প্রদর্শন করেছি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং সৌদি আরব ইরানের বিরুদ্ধে বিভিন্ন অবস্থান নেওয়ার পরও তেহরান যথেষ্ট ধৈর্য্য ধরেছে। কিন্তু তারা আমাদের রেডলাইন অতিক্রম করলে ধ্বংস করে দেওয়া হবে।
এর আগে রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সতর্ক করে বলেন, ইসরায়েলে হামলা চালানোর পরিকল্পনা করছে ইরান। এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের ওপর চাপ তৈরির আহ্বান জানান তিনি।প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ সিরিয়ায় থাকা ইরানি সেনাদের ওপর হামলার কারণে দুটি দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতিরও সৃষ্টি হয়। এ অবস্থায় ইসরায়েল এবং ইরানের মধ্যে যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছে ইসরায়েলি বিশ্লেষকরা।