আন্তর্জাতিক ডেস্ক
প্রতিবেশী ওমানের মধ্যস্থতায় পাঁচ বছর ধরে চলমান যুদ্ধ বন্ধে ইতোমধ্যে সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ‘এপি’।
এ বিষয়ে হুথি মুখপাত্র গামাল আমের জানিয়েছেন, গত দুই মাস ধরে উভয়পক্ষের মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শান্তি আলোচনা চলছে। শান্তি আলোচনার প্রাথমিক লক্ষ্যমাত্রা হিসেবে সানার আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দেওয়া ও ইয়েমেন-সৌদি সীমান্তে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার বিষয় অর্ন্তভুক্ত রয়েছে।
এ দিকে ইয়েমেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবু বকর আল-করবির বলেছেন, হুথি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ এবং সীমান্তে সুরক্ষা নিশ্চিত করতেই এ আলোচনায় অংশ নিচ্ছে সৌদি আরব।
অবশ্য এর আগেও উভয়পক্ষের মধ্যে শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে তা সফল হয়নি। ২০১৬ সালে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আসিরে অনুষ্ঠিত সৌদি-হুথিদের এক শান্তি আলোচনা ভেস্তে যায়।