গোয়ালখালী মাদ্রাসা অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর ও জেলার ব্যবস্থাপনায় বিশেষ সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল উপরোক্ত মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি যুবনেতা মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, দেশের করোনাকালীন সংকটে ইসলামী যুব আন্দোলন সব থেকে বেশি ভুমিকা পালন করেছে। কাজেই দেশের আগামীদিনে দেশের সকল সংকটে ও জনগনের কাঙ্ক্ষিত মুক্তির লক্ষ্যে সকল স্তরের দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
যুব আন্দোলনের খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব আবুল কাসেম-এর সভাপতিত্বে ও খুলনা জেলা সভাপতি মুহাম্মাদ মেহেদী হাসানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মানসুর আহমেদ সাকী, মুফতী মুহাম্মাদ আব্দুল জলিল, মাওলানা আরিফ বিন মেহের উদ্দীন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগরের সেক্রেটারি শেখ মোহাম্মদ নাছির উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সেক্রেটারি মাওলানা আসাদুল্লাহ আল গালিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের অন্যতম সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, ইসলামী যুব আন্দোলন খুলনা জেলার সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান, নগর সহ-সভাপতি মুফতি আব্দুর রহমান মিয়াজি, জেলার সহ সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, নগর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন মিয়া, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল হক, নগর যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ আবদুর রশিদ, জেলার যুগ্ন সাধারন সম্পাদক হাফেজ নাজিম ফকির, নগর সাংগঠনিক সম্পাদক গাজী ফেরদাউস সুমন, নগর দপ্তর সম্পাদক মুফতি ফরিদ উদ্দিন আযহার, জেলার দপ্তর সম্পাদক মোহাম্মদ রাকিবুল হাসান, নগর অর্থ সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন, নগর প্রচার সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম, জেলার প্রচার সম্পাদক মোহাম্মদ বেলাল শিকদার, নগর প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম নাসিব, হুসাইন মোহাম্মদ হালিম, নগর দাওয়াত ও প্রশিক্ষণ মোহাম্মদ মামুনুর রশিদ, জেলার দাওয়াত ও প্রশিক্ষণ মুফতি দেলোয়ার হোসেন, জেলার যুব কল্যাণ ও কর্ম সংস্থান সম্পাদক মুফতি সাইফুল ইসলাম,নগর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ডাঃ শামীম হায়দার, জেলার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুফতি সাজ্জাদ হোসেন, মোহাম্মদ আবদুস সবুর, মুফতি ওমর ফারুক, মাওলানা তরিকুল ইসলাম, ফারুক শিকারী, মুফতি আমানুল্লাহ, মোহাম্মদ আরিফুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, মোহাম্মদ শিমুল বেপারী, হাফেজ ওসমান করিম, আমজাদ হোসেন খামারী, মোহাম্মদ আবদুল মান্নান সহ খুলনা বিভাগের আওয়াতাধীন ১২ টি জেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ তাদের প্রতিনিধি গন উপস্থিত ছিলেন।