যেসব নৌপথ যোগাযোগের সমস্যা তৈরি করছে সেগুলোকে ড্রেজিং করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার দুপুরে ভোলার চরফ্যাশনে বেতুয়া নদী বন্দরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সুধী সমাবেশে এ কথা বলেন তিনি।
নাব্যতা দূর করতে বিআইডব্লিউটিএ ৪০ টি ড্রেজার সংগ্রহ করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আরও ৩৫টি ড্রেজার সংগ্রহ করার প্রক্রিয়া চলছে। সরকার ১০ হাজার কিলোমিটার নৌ-পথ তৈরি করার সংকল্প নিয়ে যাত্রা শুরু করেছে। এরই মধ্যে ২ হাজার ৭০০ কিলোমিটার নৌপথ তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।