ক্রীড়া ডেস্কঃসব কিছু ঠিক থাকলে বাংলাদেশ নারী ক্রিকেট দল আগামী মাসে পাকিস্তান সফরে যাবে। সমান তিনটি করে ৫০ ওভারের একদিনের এবং ২০ ওভারের টি-টোয়েন্টি ম্যাচ খেলতে রুমানা, সালমা আর জাহানারদের পাকিস্তান যাওয়ার দিন ধার্য্য করা আছে ২৩ অক্টোবর।
তবে তার আগে বাংলাদেশ থেকে একটি পরিদর্শক দল যাবে পাকিস্তান। সেখানে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে দেখে এসে একটি প্রতিবেদক জমা দেবেন পরিদর্শক দল। বিসিবি সে পরিদর্শক কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করেই নারী ক্রিকেট দলকে পাকিস্তান পাঠাবে। অর্থাৎ পরিদর্শক দল কর্তৃক উত্থাপ্তি রিপোর্টে পিসিবির নেয়া নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট হলেই কেবল নারী ক্রিকেট দলের পাকিস্তান যাওয়া হবে। না হয় যাবে না।
তবে নারী ক্রিকেট দল পাকিস্তান গেলেও বাংলাদেশ দলের ভারতীয় হেড কোচ অঞ্জু জৈন এবং সহারি কোচ দেবিকা পালশেখার দলের সাথে ভারত সফরে যাবেন না।ব্যক্তিগত আলাচারিতায় তারা বহু আগেই জানিয়ে রেখেছিলেন, আমরা পাকিস্তান সফরে যাব না। সেটা অবশ্যই ভারত ও পাকিস্তানের দ্বি-পাক্ষিক সম্পর্কের চরম অবনতি ঘটার কারণে। বলার অপেক্ষা রাখে না, কুটনৈতিক সম্পর্ক ছিন্ন না হলেও ভারত ও পাকিস্তানের মধ্যে অতীতের রাজনৈতিক বৈরিতার পাশাপাশি কাশ্মীর ইস্যুতে চরম উত্তেজনা বিরাজমান। রীতিমত একটা বিস্ফোরণমুখ অবস্থা।
এমন পরিস্থিতিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তান সফরে গেলেও ভারতীয় কোচ অঞ্জু জৈন আর দেবিকা পালশেখারের পাকিস্তান সফরে যাওয়াটা শুধু তাদের ইচ্ছের ওপর নির্ভরশীল নয়, রাষ্ট্রীয় সমস্যাও।
যেহেতু তারা ভারতের নাগরিক। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চাকুরি করলেও তাদের পাকিস্তান সফরে সবার আগে ভারত সরকারের অনুমতি লাগবে। ভারত সরকারের সবুজ সংকেত ছাড়া ওই দুই নারী কোচের পক্ষে পাকিস্তান যাবার প্রশ্নই আসে না। সবার আগে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অনুমতি দরকার। যেটা বর্তমান প্রেক্ষাপটে পাবার কোনই সম্ভাবনা নেই।
কাজেই বিসিবি কোনোরকম ঝক্কি ঝামেলায় না গিয়ে অঞ্জু জৈনকে পাকিস্তান না পাঠিয়ে জাতীয় দলের সাবেক অলরাউন্ডার দিপু রায় চৌধুরীকে হেড কোচ করে পাকিস্তান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। দিপু রায় চৌধুরীকে নারী দলের হেড কোচ আর সাবেক ক্রিকেটার ইমদাদুল হক ইমদুকে এরই মধ্যে নারী দলের সহকারি কোচ পদে নিয়োগ দেয়া হয়েছে। তারা ইতিমধ্যে নারী ক্রিকেট দলের সাথে কাজও শুরু করে দিয়েছেন।
এদিকে ভিতরের খবর, জাতীয় দলের সফর সঙ্গী হিসেবে পাকিস্তান না গেলেও প্রায় একই সময় নারী ইমার্জিং দলের সাথে শ্রীলঙ্কা যাবেন অঞ্জু জৈন ও দেবিকা পালশেখার। নারী ক্রিকেট উইংয়ের ম্যানেজার জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম জাগো নিউজকে এ খবর নিশ্চিত করেছেন।
আজ রোববার বিকেলে জাগো নিউজের সাথে আলাপে জাভেদ ওমর বলেন, ‘বুঝতেই পারছেন ভারত ও পাকিস্তানের এখনকার যে রাজনৈতিক বৈরিতা ও উত্তেজক অবস্থা, এর মধ্যে দুই ভারতীয় অঞ্জু জৈন আর দেবিকা পালশেখারকে নারী দলের সাথে পাকিস্তানে পাঠানোর আগে ভারত সরকারের অনুমতি প্রয়োজন। যেটা বর্তমান প্রেক্ষাপটে কোনভাবেই সম্ভব নয়। তাই বলতে পারেন, কুটনৈতিক কারনেই জাতীয় দলের সাথে ওই দুই নারী কোচকে পাকিস্তান পাঠানো যাচ্ছে না। সেটা যতটা তাদের ইচ্ছেয়, তারচেয়ে বেশী ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার কারণে।’
শ্রীলঙ্কা সফরের তথ্য জানিয়ে জাভেদ ওমর বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি অঞ্জু জৈন আর দেবিকা পালশেখারকে শ্রীলঙ্কা পাঠাবো। তারা দু’জন এশিয়ান নারী ইমার্জিং টুর্নামন্টে বাংলাদেশ নারী ইমার্জিং নারী দলের হেড ও অ্যাসিস্ট্যান্ট কোচ হয়ে শ্রীলঙ্কা যাবেন।’
সেটা কবে? জাভেদ ওমের জানান, ‘যাওয়ার প্রকৃত দিনক্ষণ ঠিক হয়নি এখনো। তবে ১৮ না হয় ১৯ অক্টোবর নারী ইমার্জিং দল শ্রীলঙ্কা সফরে যাবে।