সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
যোগীপোল ইউনিয়নে আগাম নির্বাচনী হাওয়া | চ্যানেল খুলনা

যোগীপোল ইউনিয়নে আগাম নির্বাচনী হাওয়া

ইউপি নির্বাচনের তপসীল ঘোষিত না হলেও খুলনার দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীরা স্ব-স্ব এলাকায় প্রতিদিন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত সম্ভাব্য প্রার্থী হিসেবে ৭ জনের নাম শোনা যাচ্ছে। এর মধ্যে ৪ জনই ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশী।

ইতিমধ্যে এসকল প্রার্থীরা দলীয় মনোনয়ন প্রাপ্তির আশায় দৌড়ঝাপ শুরু করেছে। কেউ কেউ স্থানীয় এমপি’র আশির্বাদ লাভের আশায় ঢাকায় তার ব্যক্তিগত কার্যালয়ে গিয়ে সাক্ষাত করছেন। বিগত দিনে দলের সাথে কোন সম্পৃক্ততা ছিল না, এমন ব্যক্তিও দলীয় মনোনয়ন লাভের প্রত্যাশায় দলের আশির্বাদ লাভের চেষ্টা করছেন। কোন কোন মনোনয়ন প্রত্যাশী নিজ নিজ এলাকায় মটর সাইকেলের মহড়া দিয়েও নিজেকে প্রার্থী হিসেবে জানান দিচ্ছেন। বিগত উপজেলা নির্বাচনে দলীয় দ্বায়িত্বশীল পদে থেকেও যারা দলীয় প্রতীক নৌকার বিরোধিতা করেছেন তারাও খুব জোরে সোরে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন নৌকা প্রতীকের আশায়। ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রতিক নিয়ে প্রথমবারের মত নির্বাচিত যোগীপোল ইউপি চেয়ারম্যান দূর্নীতির অভিযোগে বরখাস্ত হয়েছেন।

খুলনা ৩ আসনের অন্তর্গত যোগীপোল ইউনিয়নে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে এবং ইতিমধ্যে যারা আনুষ্ঠানিক ভাবে প্রচার প্রচারণা শুরু করেছেন তারা হলেন, বর্তমান বহিস্কৃত চেয়ারম্যান ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ও খানজাহান আলী থানা বিএনপি সভাপতি মীর কায়সেদ আলী, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক সাজ্জাদুর রহমান লিংকন, যোগীপোল ইউনিয়ন বিএনপি সভাপতি ও যোগীপোল ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আবু সাইদ হাওলাদার আব্বাস, মোড়ল আব্দুস সাত্তার, আওয়ামী লীগের সমর্থক মোঃ ফয়সাল আহম্মেদ।

সরেজমিনে এলাকায় ঘুরে সাধারণ মানুষের প্রত্যাশা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলীকে যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। এছাড়া সাজ্জাদুর রহমান লিংকন যোগীপোল ইউনিয়ন এলাকায় করোনাকালীন সময় সাহায্য সহানুভুতিসহ বিভিন্ন এলাকায় উঠান বৈঠক অব্যাহত রেখেছেন।

প্যানেল চেয়ারম্যান আবু সাইদ হাওলাদার আব্বাস বলেন বিএনপি’র দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে অংশগ্রহণ করবেন। এ ইউনিয়নে ভোটার সংখ্যা ১৯ হাজার ৯৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটর সংখ্যা ১০ হাজার ৮৫ জন, মহিলা ভোটারের সংখ্যা ৯ হাজার ৮৮৭ জন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পিআইসির সভা অনুষ্ঠিত

খুবিতে ‘একুশ শতকের জন্য পদার্থবিজ্ঞান’ শীর্ষক জাতীয় সম্মেলন উদ্বোধন

ডুমুরিয়ায় তাল গাছ থেকে পড়ে এক মজুরের মৃত্যু

সাংবাদিক এম এ জলিলের বড় বোনের মৃত্যুতে খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের শোক

ইসরাইলের বিরুদ্ধে লড়াই করার জন্য রাষ্ট্রীয়ভাবে প্রেরণের ব্যবস্থা করতে হবে : মাওঃ আব্দুল আউয়াল

পাইকগাছায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।