চ্যানেল খুলনা ডেস্কঃ আগামীকাল রবিবার (৩ মে) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন, খুলনা’র ব্যবস্থাপনায় জনপ্রতিনিধি, ডাক্তার, নার্স, সাংবাদিক ও ধান-কাটা শ্রমিকদের মাঝে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্য-সুরক্ষা উপকরণ বিতরণ করা হবে। খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত স্বাস্থ্য-সুরক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব শেখ ইউসুফ হারুন এবং সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা জনাব মোহাম্মদ হেলাল হোসেন।
উক্ত অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিককে বর্ণিত সময় ও স্থানে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।- খবর বিজ্ঞপ্তি