ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ। অভিনয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবে বেশ সুনাম রয়েছে তার। এবার তার কণ্ঠে শোনা যাবে রবীন্দ্রসংগীত। সম্প্রতি ‘আমারও পরানো যাহা চায়’ শিরোনামের জনপ্রিয় রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন সুবাহ। গানটি নতুন করে সংগীত আয়োজন করেছেন ইফতেখারুল এহতেশাম লালিন।
সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে গানটি উপভোগ করা যাবে সুবাহর নিজের ইউটিউব চ্যানেলে। গানটির ভিডিও নির্মাণে চিত্রগ্রহণ, পরিচালনা ও সম্পাদনা করেছেন সোহাগ খান এসকে।
গান প্রসঙ্গে সুবাহ বলেন, ‘’আমার প্রথম গাওয়া মৌলিক গান ‘চল মেলায় যাইরে’। গানটি মুক্তি পেয়েছে সংগীতা মিউজিকের ব্যানারে। প্রকাশ হয়েছিল ২০১৯ সালে। আর তখন থেকেই আমার সংগীতে পা রাখা। দীর্ঘদিনের গানের সঙ্গে পথচলার প্রেরণাতেই রবীন্দ্রনাথের গানে কণ্ঠ দিয়েছি। আশা করছি শ্রোতারা উপভোগ করবেন।’’
তিনি আরও বলেন, ‘এ ছাড়াও নজরুলসংগীত ও কিছু মৌলিক গান গেয়েছি আমি। পুরোনো কিছু গানের কভারও করেছি। সেগুলো শিগগিরই আমার ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করব। আমি অভিনয়কে ভালোবাসি অভিনয়ের পাশাপাশি গান নিয়েও থাকতে চাই।’
উল্লেখ্য, রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হয় সুবাহর। প্রথম সিনেমা দিয়ে দর্শকের নজর কেড়েছেন এই চিত্রনায়িকা। মুক্তির অপেক্ষায় আছে তার আরও পাঁচটি সিনেমা।