রেসিপি। অনেক মসলা লাগে বানাতে। একক মসলা। একমুখী স্বাদ। একসাথ করলে বহুমুখী। লোভনীয়। আকর্ষণীয় হয়। জিভে জল আসে। রুচির দরজা খোলে। রেসিপির মতোই রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগ। বিএনপি। জাতীয় পার্টি। একেক টা আলাদা ফ্লেভার।
ভিন্ন ভিন্ন মসলায় তৈরি রেসিপি দল। নেতাকর্মী একেকটা উপাদান। মসলা। একক স্বাদের। ঝাল। টক। মিষ্টি। তেতো। কষ। ঝাঁজ। সব একসাথে দল হয়। মানে রেসিপি। জগাখিচুড়ী। এজন্য প্রতিটি দলের বৈচিত্র আলাদা । এটি হয় মসলার ভিন্নতায়। নেতা-কর্মী একেকটা উপাদান। মসলা। রসনায় ভরপুর। একক মসলায় স্বাদ ফোটে না। জিব্বা আরাম পায় না । পয়দা হয় না মূল রেসিপির মজা।
মাঝেমধ্যে ছিটেফোঁটা নেতা-কর্মী ধরা খায়। তাদের দায় কোন দল নেয় না। তারাও দল রেসিপির উপাদান। এই বাস্তবতা এড়ানো যায় না। মসলা কমে গেলে রেসিপি বিস্বাদ হয়। স্বাদ ঠিক রাখতে নতুন মশলা লাগবেই।