সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
রাজশাহীতে পুলিশ সার্জেন্টের ওপর হামলাকারী যুবক নাটোরে গ্রেফতার | চ্যানেল খুলনা

রাজশাহীতে পুলিশ সার্জেন্টের ওপর হামলাকারী যুবক নাটোরে গ্রেফতার

রাজশাহীতে ট্রাফিক পুলিশ সার্জেন্টের ওপর হামলাকারী যুবককে নাটোর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২০ জানুয়ারি) দিনগত রাত পৌনে ১টার দিকে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে ন্যাশনাল ট্রাভেলস বাস থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে তাকে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) সদর দফতরে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম বেলাল হোসেন (২৫)। তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকার মৃত সামসুল হকের ছেলে।

আরএমপি সদর দফতরে সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, ১৯ জানুয়ারি বেলাল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন বিলশিমলা সিটি বাইপাস মোড়ের ঐতিহ্য চত্বরে সরকারি দায়িত্ব পালনকালে পুলিশ সার্জেন্ট বিপুল কিশোর ভট্টাচার্যের ওপর হামলা করেন। তখন পুলিশ সার্জেন্টকে পিটিয়ে তার হাত ভেঙে দেন। পরে তার মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান। এরপর ওই মোটরসাইকেলের নম্বর প্লেটের সূত্র ধরে অভিযুক্তকে শনাক্ত করা হয়। তার বিরুদ্ধে মামলা করা হয় রাজপাড়া থানায়। এছাড়া এ ঘটনায় আহত পুলিশ সার্জেন্টকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ৭ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার ঘটনার পরপরই অভিযুক্ত যুবককে গ্রেফতারের জন্য রাজশাহীসহ বিভিন্ন স্থানে জানানো হয়। এক পর্যায়ে বুধবার রাতে নাটোর জেলা পুলিশের সহযোগিতায় রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলস বাস থেকে তাকে গ্রেফতার করা হয়। বাসে করে বেলাল ঢাকায় পালানোর চেষ্টা করছিলেন।

এর আগে, গত ১৯ জানুয়ারি বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী মহানগর ট্রাফিক পুলিশের সার্জেন্ট বিপুল কিশোর ভট্টাচার্যের ওপর হামলার ঘটনা ঘটে। মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট না থাকায় তার বিরুদ্ধে মামলা দিতে চেয়েছিলেন ওই পুলিশ সার্জেন্ট। এ কারণেই কাঠের চলা দিয়ে বেধড়ক পিটিয়ে তার ডান হাত ভেঙে দেন বেলাল। এছাড়া শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হন ওই পুলিশ সার্জেন্ট।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় দু’টি দেশী অস্ত্রসহ আটক ২

খুলনা সিআইডির অতিরিক্ত ডিআইজি শম্পা’র সাফল্যগাঁথা কর্মময় জীবন

খুলনায় অবৈধভাবে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানে বিএসটিআইর সার্ভিল্যান্স অভিযান

খুলনায় মানবপাচার চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ডুমুরিয়ায় ড্রাম ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের মৃত্যুর ঘটনায় ঘাতক ড্রাইভার আটক

পাইকগাছায় অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানে ৪ জনের কারাদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।