রাজশাহীর আড়ানী পৌর মেয়র মুক্তার আলীকে গ্রেফতারের পর ফের তার বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। এসময় তার বাড়ি থেকে ফেনসিডিল, গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ তল্লাশি চালানো হয়। এর আগে ভোর ৫টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী থেকে পৌর মেয়ার মুক্তার আলীকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে এক সহযোগীকেও গ্রেফতার করে পুলিশ।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখায়ের আলম শুক্রবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটা চৌকস দল এএসপি (ডিএসবি) রুবেল আহমেদ ও গোয়েন্দা শাখার ইন্সপেক্টর আতিকের নেতৃত্বে পাবনার ঈশ্বরদীর পাকশী থেকে সারারাত অভিযান চালিয়ে ভোরের দিকে তাদের আটক করতে সক্ষম হয়। এ সময় মেয়র মুক্তারের সঙ্গে থাকা রাজন আলী (৩০) নামক এক যুবককেও আটক করা হয়।’
অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখায়ের আলম বলেন, ‘পরবর্তীতে মুক্তার আলী ও তার সহযোগীকে আরও জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের নিয়ে আবারও তার আড়ানীর নিজ বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে মেয়র মুক্তার আলীর দেখানো জায়গা থেকে ৪ বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম গাঁজা ও নগদ এক লাখ ৩২ হাজার টাকা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে মেয়র মুক্তারের ছেলে এখনো পলাতক রয়েছে।’
এর আগে গত ৭ জুলাই রাতে অভিযান চালিয়ে তার বাড়িতে থেকে চারটি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য এবং প্রায় এক কোটি টাকা উদ্ধার করেছিল রাজশাহী জেলা পুলিশ। তখন থেকেই পৌর মেয়র মুক্তার পলাতক ছিল।
আইনি প্রক্রিয়ার বিষয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘এর আগে অস্ত্র, মাদক ও মারধর সংক্রান্ত ৩টি মামলা করা হয়েছে। আজ মেয়র মুক্তারের বিরুদ্ধে বাঘা থানায় দু’টি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’