চ্যানেল খুলনা ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের প্রীতি সম্মিলনী শুক্রবার বাগেরহাটের সুন্দরবন রিসোর্টে অনুষ্ঠিত হয়।এসোসিয়েশনের খুলনা বিভাগীয় কমিটি আয়োজিত সম্মিলনীতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মামুন অর রশিদ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থেকে এসোসিয়েশনের স্যুভেনির ‘প্রীতিতীর্থ’ এর মোড়ক উন্মোচন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ ফায়েক উজ্জামান, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য মীর শওকত হোসেন বাদশা, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ, খুলনার পুলিশ সুপার মো.শফিউল্লাহ, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সাবেক বিভাগীয় কর কমিশনার চিন্ময় প্রসূন বিশ্বাস, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোল্লা আমির হোসেন, যশোর শিক্ষা বোর্ডের সচিব আলী আল রেজা, রাবি ফোকলোর বিভাগের অধ্যাপক ড. মোবাররা ছিদ্দিকা ও আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য সরদার মাহমুদ হাসান রুবেল।
বিশ্ববিদ্যালয়ের নতুন-পুরাতন অ্যালামনাইদের স্মৃতিচারণের মধ্য দিয়ে শুরু হওয়া সম্মিলনী মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।-প্রেস বিজ্ঞপ্তি