সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রাজস্ব বৃদ্ধি ও ভোগান্তি লাঘবে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে : এনবিআর চেয়ারম্যান | চ্যানেল খুলনা

রাজস্ব বৃদ্ধি ও ভোগান্তি লাঘবে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে : এনবিআর চেয়ারম্যান

রাজস্ব আহরণ বৃদ্ধি ও ব্যবসায়ীদের ভোগন্তি লাঘবে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এখন অনলাইনে যেকোন স্থান থেকে আয়কর রিটার্ন জমাসহ সবধরণের সেবা পাওয়া যাবে। শুধু বছরের একটা সময় নয়, বছরের যেকোন সময় এখন আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতাগন। এরফলে অডিট সিস্টেমও অটোমেটেড হবে। এতে কোন করদাতাকে আর ফাইলে সমস্যা বলে কোন কর্মকর্তা নিজ দপ্তরে ডেকে ভোগান্তি করতে পারবেন না।’

বৃহস্পতিবার বিকেল ৩টায় নগরের একটি অভিযাত হোটেলে ২০২৫-২৬ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভায় এসব কথা বলেন, অভ্যন্তরীন সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান, এফসিএমএ।

তিনি আরও বলেন, ‘এবছর ১ জুলাই থেকেই অনলাইনে রিটার্ন জমা নেওয়া হবে। এছাড়া কর্পোরেট ট্যাক্স রিটার্নও অনলাইনে দেওয়া যাবে।’ ব্যবাসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ব্যবসায়ীদের আগে দেশের স্বার্থ দেখতে হবে। দেশ ভাল থাকলে ব্যবসায়ীরাও ভাল থাকবে। একজন ব্যবসায়ীকে ব্যবসা পরিচালনার জন্য ১৯টি প্রতিষ্ঠান হতে সার্টিফিকেট নিতে হয়। এসকল সার্টিফিকেট একজন ব্যবসায়ী যেন অনলাইনে আবেদনের মাধ্যমে নিতে পারে আমরা সেই লক্ষ্যে কাজ করছি। কোন ব্যবসায়ীকেই আর কোন দপ্তরে যেতে হবে না। ঘরে বসেই একটি ল্যাপটপের মাধ্যমে তিনি সকল কাজ করতে পারবেন।’

খুলনা কর অঞ্চলের কমিশনার শ্রাবণী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার সৈয়দ আতিকুর রহমান। এসময় আয়কর আইনের নানা বিষয়ে বক্তব্য প্রদান করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) এ কে এম বদিউল আলম এবং ভ্যাট আইনের নানা বিষয়ের উপর বক্তব্য প্রদান করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নীতি) ড. মোঃ আব্দুর রউফ।

অনুষ্ঠানে বক্তৃতা করেন মোংলা সিএন্ড এফ এসোসিয়েশনের সভাপতি ও শরীফা প্রিন্টার্স এন্ড প্যাকেজার্স’র ব্যবস্থাপনা পরিচাক মাহমুদ আহসান, হোটেল ক্যাসল সালাম’র এইচআর এডমিন এস এম রাজিবুল ইসলাম, দুবাই-বাংলা সিমেন্ট কোম্পানীর চীফ অ্যাকাউন্ট্যান্টস মোল্লা কামাল হোসেনসহ বিভিন্ন ব্যবসায়ী ও আইনজীবী নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা কাস্টম হাউজ’র কমিশনার ম. শফিউজ্জামান, খুলনা কাস্টম এক্সাইজ ও ভ্যাট আপীল কমিশনার এস এম সোহেল রহমান, যশোর কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার আবু মোঃ ফয়সল মুরাদ, খুলনা কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মুহিতুর রহমান, যুগ্ম কর কমিশনার মোঃ গালিব ফারুক, উপ-কর কমিশনার মাহবুবুর রহমান, জেসমিন আক্তার, মিজ দেলোয়ারা জাহান, নুসরাত জাহান, অতিঃ সহকারী কর কমিশনার নুরুল ইসলাম, অসিম কুমার ঢালী, আছমা সুলতানা প্রমুখ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

একুশের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে

ডুমুরিয়ায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালন

রাজস্ব বৃদ্ধি ও ভোগান্তি লাঘবে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে : এনবিআর চেয়ারম্যান

কুয়েটে ছাত্ররাজনীতিকে লাল কার্ড

শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাগুলোকে ব্যবসায়িক উদ্যোগে পরিণত করতে হবে : উপ-উপাচার্য

নগরের বাতাসের সঙ্গে সবসময় ধূলাবালি উড়ছে : জনউদ্যোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।