অনলাইন ডেস্কঃইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১ বছর পেরিয়ে গিয়েছে। শনিবার শুরু হচ্ছে আইপিএলের দ্বাদশ আসর। এতগুলো বছরে বাইশ গজ সাক্ষী অজস্র রেকর্ডের। সর্বোচ্চ রান থেকে সর্বাধিক উইকেট। সর্বোচ্চ রানের তালিকায় প্রথম দশে কারা রয়েছেন দেখা যাক।
-
দশ নম্বরে রয়েছেন এবি ডেভিলিয়ার্স। ১৪১টি ম্যাচ খেলে ৩৯৫৩ রান করেছেন এবিডি। তার গড় রান ৩৯.৫৩।
-
নয় নম্বরে নাম রয়েছে ক্রিস গেইলের। ১১২টি ম্যাচ খেলে ৩.৯৯৪ রান করেছেন গেইল। তার গড় ৪১.১৭।
-
তালিকার অষ্টম স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার। ১১৪টি ম্যাচ খেলে ৪,০১৪ রান করেছেন ডেভিড। ওয়ার্নারের গড় রান ৪০.৫৪।
-
এই তালিকার সাত নম্বরে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তিনি ১৭৫টি ম্যাচ খেলে ৪,০১৬ রান করেছেন। ধোনির গড় ৪০.১৬।
-
এই তালিকার ছয় নম্বরে রয়েছেন শিখর ধাওয়ন। ১৪৩টি ম্যাচ খেলে ৪,০৫৮ রান করেছেন শিখর। তার গড় ৩৩.২৬।
-
পাঁচ নম্বরে রয়েছেন আরেক নাইট রবিন উথাপ্পা। ১৬৫টি ম্যাচ খেলে ৪,০৮৬ রান করেছেন রবিন। তিনি গড়ে ২৮.৫৭ রান করেছেন।
-
চার নম্বরে রয়েছেন প্রাক্তন নাইট অধিনায়ক গৌতম গম্ভীর। ১৫৪টি ম্যাচ খেলে তার ঝুলিতে রয়েছে ৪২১৭ রান। তার গড় রান ৩১.৮৩।
-
তিন নম্বরে রয়েছেন হিটম্যান রোহিত শর্মা। ১৭৩টি ম্যাচ খেলে তার রান ৪৪৯৩। তার গড় রান ৩১.৮৬।
-
দ্বিতীয় স্থানে রানমেশিন বিরাট কোহলি। ১৬৩টি ম্যাচ খেলে ৪,৯৪৮ রান করেছেন বিরাট। বিরাটের গড় রান কিন্তু প্রথম জনের চেয়ে বেশি, ৩৮.৩৫।
-
এই তালিকায় সবার উপরে রয়েছেন সুরেশ রায়না। চেন্নাই সুপার কিংস, গুজরাট লায়নস, দু’টি দলের হয়েই চমৎকার খেলেছেন রায়না। ১৭৬টি ম্যাচ খেলে তার স্কোর ৪৯৮৫ রান। তার গড় রান ৩৪.৩৭।