চ্যানেল খুলনা ডেস্কঃ লক্ষ্মীপুরের রামগতিতে এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। উপজেলায় এটিই প্রথম করোনা সংক্রমণের ঘটনা। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আবদুর রহিম।
তিনি জানান, রামগতি পৌরসভা এলাকার ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি কিছু দিন আগে নারায়ণগঞ্জে তাবলিগে গিয়েছিলেন। একসপ্তাহ আগে তাবলিগ থেকে তিনি এলাকায় আসেন। খবর পেয়ে গত বৃহস্পতিবার তার বাড়ি লকডাউন করা হয়। পাশাপাশি করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ওই দিনই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজে (বিআইটিআইডি) পাঠানো হয়। পরীক্ষা শেষে রবিবার রাত ১০টার দিকে বিআইটিআইডি জানায় ওই ব্যক্তি করোনায় আক্রান্ত।
উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিন জানান, রামগতিতে প্রথম বারের মত এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত সনাক্ত হলো। রবিবার রাত ১১টার দিতে পুলিশের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে তাকে বাড়ি থেকে ঢাকায় কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তার সংস্পর্শে যারা ছিলেন তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।