সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রামপালের ফয়লাহাটে কোটি টাকার চাঁদাবাজি চিংড়ি পোনা ব‍্যবসাকে কেন্দ্র করে | চ্যানেল খুলনা

রামপালের ফয়লাহাটে কোটি টাকার চাঁদাবাজি চিংড়ি পোনা ব‍্যবসাকে কেন্দ্র করে

রামপাল উপজেলার ফয়লাহাটে আহরণ নিষিদ্ধ চিংড়ি রেণু পোনা পরিবহন ও বিক্রির সহায়তার নামে কোস্ট গার্ডের নাম ভাঙ্গিয়ে একটি প্রতারকচক্র হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। প্রশাসনের নাকের ডগায় বসে দীর্ঘ দিন ধরে এমন চাঁদবাজি করে আসছে চাঁদবাজ চক্রের চার সদস্য। এর মধ্যে রামপাল প্রেসক্লাবের এক সদস্য ও রয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, কক্সবাজার থেকে প্রতিদিন আহরন নিষিদ্ধ চিংড়ির রেনু ঢাকা- মাওয়া মহাসড়ক দিয়ে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাট চিংড়ি পোনার আড়তে আনা হয়। পরে ওই রেনু আড়তের বিভিন্ন ঘরে রেখে বিক্রি করা হয়। বিক্রি করা ওই রেনু ফয়লা বাজার থেকে পিকআপে করে খুলনা- মোংলা মহাসড়ক দিয়ে রুপসা সেতু পার হয়ে নিয়ে যাওয়া হয় খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায়। আহরন নিষিদ্ধ ওই রেনু মাঝে মধ্যে কোস্ট গার্ডের সদস্যরা রুপসা সেতুতে আটক করে তা নদীতে অবমুক্ত করে। ফয়লা বাজারে বসে চার সদস্যের একটি প্রতারক চক্র পথে কোস্ট গার্ডের হয়রানী বন্ধের জন্য রেনু পরিবহন করা প্রতিটি পিকআপ থেকে ৬ থেকে ৭ হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছে। নাম প্রকাশ না করে একজন পোনা ব্যবসায়ী বলেন, রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই গাববুনিয়া এলাকার কথিত সাংবাদিক টিপু সুলতান, পার গোবিন্দপুর এলাকার আজাহার হোসেন টুকু , খুলনা জেলার পাইকগাছা এলাকার সঞ্জয় বর্মণ ও বিষ্ণু পাল মিলে কোস্ট গার্ড, বিভিন্ন এলাকার চেকপোস্ট ও থানা ম্যানেজ করার কথা বলে তাদের কাছ থেকে টাকা নিচ্ছেন। সর্বশেষ গত ১৬ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফয়লাহাট চিংড়ি পোনার আড়ত থেকে রেনু নিয়ে ঢাকা মেট্রো-ড-১১-৭১১৮ নং এর একটি পিকআপ পাইক গাছার উদেশ্যে ছেড়ে যায়। রুপসা সেতুতে কোস্ট গার্ড যাতে কোন হয়রানী না করে তার জন্য ওই পিকআপের কাছ থেকে ৬ হাজার টাকা নেওয়া হয়। এভাবে ওই চক্রটি দীর্ঘদিন ধরে প্রতারনা করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। সূত্র জানায়, একটি অসাধু রেণু পোনা ব্যবসায়ী সিন্ডিকেট তাদের অবৈধ ব্যবসাকে নিরাপদ রাখার স্বার্থে পোনা পরিবহনে টাকা দিয়ে থাকেন। এই টাকার ভাগবাটোয়ারার একটি অংশ কথিত সাংবাদিকরাও পেয়ে থাকে বলে জানা গেছে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত টিপু সুলতানের কাছে তার ব্যবহৃত মুঠোফোনে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন আমার আড়তে চিটাগং ও কক্সবাজার থেকে পোনা আসে আমি শুধু বাজারে বসে বেচাকেনা করি অন্য বিষয় জানিনা। প্রতারক চক্রের প্রধান হোতা সঞ্জয় বর্মণের মুঠো ফোনে ব্যবসায়ী পরিচয়ে কথা হলে তিনি বলেন, ফোনে না বলে দেখা করুন। পরে ব্যবসায়ী সেজে শনিবার বেলা ১১ টায় ফয়লায় জনৈক ব্যবসায়ীর আড়তে গিয়ে সাংবাদিকরা তার সাথে দেখা করলে সে একটি কাগজে লিখে হিসাব দেন কোথায় কতটা টাকা দিতে হয় ! এতে দেখা যায়, কাটা খালী হাইওয়ে ৫ শ, রূপসা টোল প্লাজায় ৮ শ, অন্য এক জায়গাতে ২ হাজার ( নাম প্রকাশে অনিচ্ছুক) , ও পি ২ হাজার, ডুমুরিয়ায় ৫ শ, চুকনগর ৫ শ, জাতপুর ২ শ, তালায় ৩ শ, কপিলমুনি ২ শ, ও পাইকগাছায় ৫ শ করে প্রতি ঘাটে ঘাটে টাকা নিয়ে নিরাপদে পোনা পরিবহন করতে হয়। এ ব্যপারে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম হাবিবুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, কোস্ট গার্ডের কোন সদস্য যদি টাকা নেওয়ার ঘটনায় জড়িত থাকে তাহলে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। যারা কোস্ট গার্ডের নাম ভাঙ্গিয়ে টাকা নিচ্ছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে পুলিশের কাছে অভিযোগ দিয়ে তাদের আাটক করা হবে। ফয়লাহাট চিংড়ি পোনা আড়ৎ মালিক সমিতির একজন কর্মকর্তা পরিচয় গোপন রেখে বলেন যাদের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে তা সঠিক। তারা কোস্ট গার্ডের নাম ভাঙ্গিয়ে পিকআপ থেকে দীর্ঘদিন ধরে চাঁদা নিচ্ছে। এটা বন্ধ করা দরকার বলে তিনি মন্তব্য করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জামায়াত ইসলামীর গণসমাবেশ

বাগেরহাট জেলা বিএনপি’র তদারকী কমিটির সদস্য মনোনিত হলেন রুনা গাজী

রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত

ফকিরহাটে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ

ফকিরহাটে ইমরান হত্যা মামলার আরো এক আসামী গ্রেপ্তার

ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের সাথে ইসলামী আন্দোলন এর মতবিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।