বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় সর্ব বৃহৎ অনুষ্ঠান শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন রামপাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জামিল হাসান জামু।
সোমবার (২৩ অক্টোবর) বিকেলে স্থানীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে রামপাল সদর ইউনিয়নের বেতকাটা দূর্গা মন্দির, শ্রীফলতলা দূর্গা মন্দির, রামপাল উপজেলা কেন্দ্রীয় দূর্গা মন্দির, হুড়কা ইউনিয়নের হুড়কা ঝলমূলিয়া দূর্গা মন্দির, গোনাইব্রিজ দূর্গা মন্দির, বাবুর বাড়ি দূর্গা মন্দির এবং রাজনগর ইউনিয়নের একটি মন্দির সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে তার সাথে ছিলেন রামপাল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ জালাল উদ্দীন দুলাল, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক বিভাষ হালদার, ভাগা বাজার বনিক সমিতির সভাপতি আব্দুল হান্নান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা লুৎফর মোড়ল, আবির হোসেন, মিরাজুল ইসলাম, তুহিন, ডি এল মল্লিক, মনোজ কুমার, মুক্তাদুল ফকির, আব্দুর রহিম, তানফিজুর রহমান তানভীরসহ দলীয় নেতা-কর্মীরা।
এসময় তিনি দূর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সকলকে শারদীয় শুভেচ্ছা জানান এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।