বাগেরহাটের রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পক্ষ থেকে শিশুদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়ার আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে কম্বল তুলে দেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার রাফায়েল রয়, পার্থ সারথী দোবে, স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা বিষয়ক অফিসার পল্টন বিশ্বাস প্রমুখ।
এসময় শিশুদের মাঝে উপজেলার ৪ টি ইউনিয়নের ৩২৫০ জন শিশুকে উপহারের কম্বল দেয়া হয়। এসব কম্বল পেয়ে খুশি প্রকাশ করেছেন সুবিধাবঞ্চিত শিশুরা।