রামপাল প্রতিনিধি:: রামপাল উপজেলায় গ্রাম আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গ্রাম আদালতের মাধ্যমে অসহায় মানুষেরা তাদের ন্যায্য বিচার পাচ্ছেন। জানাগেছে, উপজেলার ১০ টি ইউনিয়নে জুলাই/২০২০ থেকে সেপ্টেম্বর /২০২০ পর্যন্ত চলতি কোয়াটারে গ্রাম আদালতে মোট মামলা দায়ের হয়েছে ১১৪ টি। সমাধান হয়েছে ১২৪ টি, মামলার রায় বাস্তবায়ন হয়েছে ১০২ টি। ক্ষতি পুরন হিসাবে আদায় হয়েছে ৬,৪৬,২৬০/- টাকা এবং চলমান আছে ১৯ টি মামলা। এবং মোংলা উপজেলায় মামলা দায়ের হয়েছে ১২২ টি, মামলা নিস্পত্তি হয়েছে ৯২ টি। মামলার রায় বাস্তবায়ন হয়েছে ৭১ টি। ক্ষতি পুরন হিসাবে আদায় হয়েছে ৫,৭০,৪৫০/- টাকা। মামলা চলমান আছে ৩০ টি। বিষয়টি রামপাল ও মোংলা উপজেলার সমন্বয়কারী মো. আশরাফুল ইসলাম নিশ্চিত করেছেন।