সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রামপালে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে তরুনীকে শ্লীলতাহানীর ঘটনায় মামলা | চ্যানেল খুলনা

রামপালে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে তরুনীকে শ্লীলতাহানীর ঘটনায় মামলা

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা: রামপালে ছাত্রলীগ নেতা ও আবুল কালাম ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ানের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে উচ্চ শিক্ষিত এক তরুনীতে ৩ বছর ধরে যৌন নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং-৬, তাং-১২-৬-২০ইং। অভিযোগে জানা গেছে, উপজেলার ইসলামাবাদ গ্রামের মৃত খোকন ইকবালের পুত্র ইমরান কুদরতী (২৮) সাথে একই উপজেলার ভাগা গ্রামের জনৈক এক ব্যক্তির উচ্চ শিক্ষিতা কন্যার সাথে দীর্ঘ ৩ বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিভিন্ন সময় তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন আত্মীয়ের বাড়িতে নিয়ে স্বামী-স্ত্রী’র মত মেলামেশা শুরু করে। ওই তরুনী লম্পট ইমরানকে বিবাহের জন্য চাপ প্রয়োগ করলে সে আজ না কাল করে ঘোরাতে থাকে। সর্বশেষ গত ৩ জুন ২০২০ তারিখ মুঠোফোনে বিবাহের ব্যাপারে জরুরী কথা আছে বলে ঢাকা থেকে ডেকে নিয়ে এসে ওই দিন রাত অনুমান ৯ টার সময় বড়দিয়া এলাকার জনৈক বাচ্চুর ঘেরের বাসায় নিয়ে আবার জোর পূর্বক শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। বিবাহের ব্যপারে বেশি পিড়াপিড়ির এক পর্যায়ে ৪ জুন সকাল বেলায় ইমরান ওই তরুনীকে তার বাড়িতে নিয়ে রেখে পালিয়ে যায়। ওই সময় ওই তরুনী ইমরানের আত্মীয় স্বজনরা তাকে মারপিট করে তাড়িয়ে দেয়। অভিযোগের ব্যপারে রামপাল উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক কুদরতী ইমরানের ব্যবহৃত ০১৭৮১-৭৮৪৪৪৪ নম্বর মুঠোফোনে বক্তব্য নেওয়া চেষ্টা করলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনসার আলী জানান, ওই তরুনী মামলার পূর্বেও ২ টি অভিযোগ করেন। যার একটি প্রসিকিউশন চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। সেই অভিযোগে ৪ জনকে অভিযুক্ত করে আবেদন করা হয়েছে। এ বিষয়ে রামপাল থানার ওসি মোঃ দেলোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী ধরার জোর চেষ্টা চলছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে মাদক কারবারীকে কারাদন্ড ও জরিমানা

ফকিরহাটে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চিতলমারীতে শেরে বাংলা ডিগ্রি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ফকিরহাট মডেল থানায় ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপন মহড়া

ফকিরহাটে নলধা-মৌভোগ ইউনিয়নে বিএনপির জনসমাবেশ

রামপালে অসহায় পরিবারের গরু-ছাগল ফেরত পেতে সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।