রামপালে চাঞ্চল্যকর পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করেছে র্যাব ৬ ৷ মঙ্গলবার (৮ মার্চ) সকালে উপজেলার সরাফপুর বাজার এলাকা থেকে আটক করা হয় ৷ আটককৃত আসামী সরাফপুর গ্রামের মৃত সৈয়দ আব্দুল হামিদ মীর এর পুত্র সৈয়দ হাসান মীর (৬০) ৷ র্যাব ৬ এর অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মোসতাক অাহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব সুত্র জানাযায়, সোমবার (৭ মার্চ ) স্কুল থেকে বাড়িতে ফেরার পথে রামপাল উপজেলার সরাফপুর এলাকার পঞ্চম শ্রেনীতে পড়ুয়া ১১ বছর বয়সের নাবালিকাকে স্থানীয় সৈয়দ হাসান মীর (৬০) ভিকটিমকে ভুল বুঝিয়ে পার্শ্ববর্তী বাগানের ভিতরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষন করে ৷ ভিকটিমের আত্মচিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনে স্থানীয় লোকজন বেরিয়ে আসলে আসামী পালিয়ে যায়। এরপর নির্যাতিতার পিতা বাদী হয়ে বাগেরহাট জেলার রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। তারই ধারাবাহিকতায় র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) এর একটি চৌকস আভিযানিক দল আসামীকে ধরতে অভিযান চালায় ৷ এদিন গোপন সংবাদের ভিত্তিতে রামপালের সরাফপুর বাজারে আসামির অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করে র্যাব ৷ গ্রেফতারকৃত সৈয়দ হাসান মীরকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব ৷