রামপাল প্রতিনিধি : রবিবার ১০ জানুয়ারী বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আ. ওহাব এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আবদুল খালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোজাফফর হোসেন, অধ্যক্ষ মোতাহার রহমান, অধ্যাপক মিজানুর রহমান, মো. হামীম নূরী, বাশতলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোহাম্মদ আলী, উজলকুড় ইউপি চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান, ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নূরুল আমীন, উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান সেখ নূরুল হক লিপন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, আলহাজ্ব শেখ আ. মান্নান, যুবলীগ নেতা শেখ মো.আবু হানিফ, কুদরতী এনামুল বাশার বাচ্চু, শরিফুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বঙ্গবন্ধুর কর্মময় জীবনের নানাদিক তুলে ধরেন।