সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রামপালে বাসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ১০ | চ্যানেল খুলনা

রামপালে বাসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ১০

বাগেরহাটের রামপালে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ১০ জনকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ।

এ ঘটনায় বাসের মালিক খুলনার রূপসা এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম (৫৫) বাদী হয়ে (২৯ নভেম্বর) রামপাল থানায় একটি মামলা দায়ের করেন।

বুধবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে এ অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ১০ জন আসামিকে উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গৌরম্ভা ইউনিয়নের কাপাশডাংগা এলাকার বাসিন্দা মৃত জব্বার গাজী’র ছেলে গাজী মুজিবুর রহমান (৬৮), বাঁশতলী ইউনিয়নের তালবুনিয়া এলাকার মোজাফফর শেখ’র ছেলে মো. ইব্রাহিম শেখ (৩০), শ্রীরম্ভা এলাকার মৃত কওছার শেখ’র ছেলে মো. হেমায়েত শেখ (৪৫), মৃত ওসমান গনির ছেলে মো. মোস্তফা মুন্সি(৫৫), কুমলাই এলাকার শেখ শাহিন’র ছেলে আল মোসাব্বির সাব্বির (২২), হোগলডাংগা এলাকার হাবিবুর রহমান শেখ’র ছেলে মো. আল মিরান শেখ (২৩), সোনাতুনিয়া এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. তরিকুল ইসলাম শিমুল(৩০), কাপাশডাংগা এলাকার মৃত গোলাম মোস্তফা শেখ’র ছেলে মো. এসকেন্দার শেখ (৩৮), ধলদাহ এলাকার মৃত হাতেম আলী মোড়ল’র ছেলে মো. মাহাতাব মোড়ল(৬৫), সন্তোষপুর এলাকার আ. মজিদ শেখ’র ছেলে মো. আব্দুল্লাহ শেখ (৩৭)।

উল্লেখ্য গত ২৮ নভেম্বর রাত ৯ টার দিকে উপজেলার ফয়লা বাজার সংলগ্ন দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন জ্বালিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত। তৎক্ষনাৎ ঘটনাস্থলে গিয়ে আগুন দেওয়া বাসে টহলরত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পুর্ণ নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম সাংবাদিকদের জানান যে, গত মঙ্গলবার রাতে রামপালের শান্তি শৃঙ্খলা বিনষ্টের জন্য ফয়লা বাজারে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ তদন্ত করে এ অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ১০ জনকে গ্রেফতার করে আসামিদের আজ (৩০ নভেম্বর) বিজ্ঞ আদালতে পাঠিয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

অজ্ঞান পার্টির খপ্পরে ফকিরহাটের এক সাংবাদিকের ছেলে

ফকিরহাটে ৮দলীয় হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাশাপাশি বিএনপির সভা ও সাবেক সংসদের সংবর্ধনা, সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা

চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজে আলোচনা সভা ও ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

রামপালে বিএনপি’র কর্মী সমাবেশ

চিতলমারীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে ছাত্রদলের চিত্র প্রদর্শন ও আলোচনা সভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।