রামপাল প্রতিনিধি :: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রামপাল উপজেলা মানবাধিকার কমিশনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল লাইব্রেরী থেকে এক র্যালী বের করা হয়। রামপাল মানবাধিকার কমিশনের সভাপতি এ্যাডভোকেট মহিউদ্দিন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ আব্দুল আলী, শেখ আবজাল হোসেন, অধ্যাপক বজলুর রহমান, প্রধান শিক্ষক শেখ আ. মান্নান, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, অর্চিসমান রায়, মোতাহার মল্লিক, মো. আজিজুল ফারুক প্রমুখ। সভায় বক্তৃাগণ নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশের প্রতি আহবান জানান। এ সময় কমিশনের রামপাল শাখার সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল আলমের সুস্থতা কামনা করা হয়।