রামপাল প্রতিনিধি:: রামপাল উপজেলার বড়দিয়া গ্রামের মুক্তিযোদ্ধা মালেক মোল্লার মেঝ পুত্র ও সাবেক সেনা কর্মকর্তা নায়েক আবু জাফর (৫৩) এর দাফন সম্পন্ন হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর একটি দল তাকে গার্ড আনার প্রদান শেষে মঙ্গলবার যোহরবাদ তার নামাজে জানাযার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গত সোমবার রাত দেড়টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। জানাযায় উপায় ছিলেন, পেড়িখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওলাদার দেলোয়ার হোসেন, বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদরতী ইনামুল বাশার বাচ্চু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক পরিষদের জাহিদের ইসলাম, সাবেক শিবির নেতা মো. আসাদুজ্জামান প্রমুখ। মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তফা কামাল পাটোয়ারী প্রমুখ।