বাগেরহাটের রামপালে রাস্তায় আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মো. নাজমুল আহসান (৪১) নামের এক যুবককে আটক করেছে রামপাল থানা পুলিশ।
সে উপজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা এলাকার গাজী আ. হাকিমের ছেলে।
সোমবার (২০ নভেম্বর) উপজেলার ভাগা বাজার এলাকায় রাস্তায় আগুন দেওয়ার সময় রামপাল থানা পুলিশের একটি দল নাজমুলকে হাতেনাতে আটক করে।
রামপাল থানা সূত্রে জানা গেছে যে, অভিযুক্ত যুবক নাজমুল হাসান ভাগা বাজার এলাকায় কিছু ঝুট(পুরোনো কাপড়) দিয়ে রাস্তায় আগুন জ্বালায়। এসময় ঐ এলাকায় টহলরত থানা পুলিশের একটি দল তাকে আটক করে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম এ প্রতিবেদককে জানান যে, গতকাল রামপালের গুরুত্বপূর্ণ ভাগা বাজার এলাকায় অগ্নি সন্ত্রাসের চেষ্টা চালায় নাজমুল হাসান নামের এক যুবক। এসময় তাকে থানা পুলিশের টহলরত একটি দল তাকে আটক করে। তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ (২১ নভেম্বর) তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।