রামপালে আরিফ হাজীর পূর্ণভূমি বড়দিয়া গ্রামসহ ৬ টি গ্রামের ৮ শত দুস্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। রবিবার বেলা ১১ টায় উপজেলার বড়দিয়া হাজী আরিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে স্বাস্থ্যবিধি মেনে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে । ইফতার সামগ্রী বিতরণ করেন, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী এসএস জামান এন্ড ব্রাদার্স এর স্বত্বাধিকারী মো. সাইফুজ্জামান ও তার সহধর শফিকুল ইসলাম সোহাগ। এ সময় উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো. আবু সাইদ, বাঁশতলী ইউনিয়ন পরিষদের বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান শেখ মো. মোস্তাফিজুর রহমান সোহেল, মো. এখলাস শেখ, বাগেরহাট জেলা আওয়ামী লীগের নেতা মো. জাহিদুল ইসলাম, মো. মহিতুর রহমান মহিত, শেখ গিয়াস উদ্দিন, মো. আজম হোসেন, বিশ্বজিৎ পাল, হাফেজ মোল্লা জাহিদুল ইসলাম প্রমুখ। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়দিয়া হাজী আরিফ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. শরিফুল ইসলাম। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেখ মো. আবু সাইদ বলেন, মহামারী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। এ সময়ে তিনি এসএস জামান এন্ড ব্রাদার্সের দুই ভাই সাইফুজ্জামান ও শফিকুল ইসলাম সোহাগের জন্য দোয়া কামনা করেন।