বাগরহাটের নবাগত জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক এর সাথে রামপাল উপজেলা প্রশাসনের বিভিন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযাদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১ টায় রামপাল উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন চন্দ্র বিশ্বাস। সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল জলিল, উপজেলা মুক্তিযাদ্ধা কমান্ডার শেখ মোজাফ্ফার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুল ওহাব, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানী মন্ডল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান। এসময় উপস্থিত ছিলন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শোভন সরকার, ইউপি চেয়ারম্যান জামিল হাসান জামু, আলহাজ্ব গাজী গিয়াস উদ্দিন, তালুকদার নাজমুল কবির ঝিলাম, মো. নুরুল আমিন, গাজী আকতারুজ্জামান, আব্দুল্লাহ ফকির, সরদার আ. হান্নান ডাবলু, আলহাজ্ব মোহাম্মাদ আলী, ডা. সুকান্ত কুমার পাল, অসিত বরণ কুন্ডু, মৎস্য কর্মকর্তা মো. আসাদুল্লাহ, উপজেলা প্রকৌশলী গোলজার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মতিউর রহমান, নির্বাচন কর্মকর্তা জাকারিয়া হোসেন, যুব উনয়ন কর্মকর্তা নাসির উদ্দিন প্রমূখ।