রামপাল সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে রবিবার বিকাল ৩ টায় ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আরাফাত হোসেন কচি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা সিটি করপোরেশনের মেয়র আজহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আ. ওহাব, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, অধ্যক্ষ শেখ মোতাহার রহমান, মো. হামীম নূরী, আলহাজ্ব অধ্যাপক আকবর হোসেন, অধ্যাপক হিরন দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, অধ্যক্ষ খালিদ আহমেদ, শেখ খবির উদ্দিন, শেখ মো. নাসির উদ্দীন, জালাল উদ্দীন দুলাল, স্বপন কুমার মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, চেয়ারম্যান তপন কুমার গোলদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স, মো. শরীফুল ইসলাম, মোস্তফা কামাল পলাশ, ছাত্রলীগ সভাপতি শেখ হাফিজুর রহমান প্রমুখ।