ইউক্রেনের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হলো জাপোরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্র। যা ইউরোপের মধ্যে সবচেয়ে বড়। রুশ বাহিনীর গোলায় এটি এখন জ্বলছে। খবর বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, পাশের শহর এনারগোদারের মেয়র দিমিত্রো অরলভ বলেছেন, শুক্রবার (৪ মার্চ) ভোরের দিকে রুশ বাহিনী পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে হামলা চালায়। এতে সেখানে আগুন লেগে যায়।
তিনি আরও বলেন, স্থানীয় বাহিনী এবং রাশিয়ান সেনাদের মধ্যে তীব্র লড়াই হয়েছে। সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটেছে।
এর আগে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছিল, রাশিয়ান সেনারা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি দখলে নিতে জোর চেষ্টা চালাচ্ছে। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা জোর তৎপরতা চালিয়েছে।