রাশিয়ার সামরিক বাহিনী বিনা উস্কানিতে এবং অন্যায়ভাবে ইউক্রেনে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, সারা পৃথিবীর মানুষের প্রার্থনা ইউক্রেনের মানুষের সঙ্গে রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রেসিডেন্ট পুতিন এক পূর্বপরিকল্পিত যুদ্ধ বেছে নিয়েছেন, যা মানুষের জীবন এবং মানবিক দুর্ভোগের বিপর্যয়কর ক্ষতি বয়ে আনবে।
তিনি বলেন, এ হামলায় যে মৃত্যু এবং ধ্বংস সাধিত হবে তার জন্য রাশিয়া একাই দায়ী আর যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র ও সহযোগীরা ঐক্যবদ্ধ এবং সমন্বিতভাবে জবাব দেবে। সারা পৃথিবী রাশিয়ার জবাবদিহিতা নিশ্চিত করবে।
বাইডেন জানান, রাশিয়া কোন পরিণতি ভোগ করবে সেই বিষয়ে বৃহস্পতিবার তিনি মার্কিনিদের জানাবেন।
মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি হোয়াইট হাউস থেকে পরিস্থিতির ওপর নজর রাখছেন। এ ছাড়া রাশিয়ার বিরুদ্ধে ‘নতুন পরিণতি’ ঘোষণার আগে জি৭ নেতাদের সঙ্গে সকালে কথা বলবেন বলে জানান তিনি।
বাইডেন বলেন, ন্যাটো সদস্যদের বিরুদ্ধে যেকোনও আগ্রাসন ঠেকাতে জোট মিত্ররা জোরালো এবং ঐক্যবদ্ধ পদক্ষেপ নেবে। তিনি বলেন, আজ রাতে জিল (তার স্ত্রী) এবং আমি ইউক্রেনের গর্বিত এবং সাহসী মানুষদের জন্য প্রার্থনা করব।