বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দরবার হলে শুক্রবার সকাল ১০টায় তিনি নামাজে অংশ নেবেন।
বৃহস্পতিবার (১৩ মে) রাষ্ট্রপতির প্রেস উইং জানিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা ও বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ঈদের নামাজে অংশ নিবেন। একই সঙ্গে এবার করোনা মহামারির কারণে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে না বলেও জানানো হয়েছে।
করোনাভাইরাস মহামারিতে সংক্রমণ রোধে এবার জাতীয় ঈদগাহে ঈদ জামাত না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত হবে।
বতর্মান করোনা পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে ধর্ম মন্ত্রণালয় থেকে ২৬ এপ্রিল বিজ্ঞপ্তি দেয়া হয়। এতে যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে মসজিদের ইমাম-খতিব, মসজিদ ব্যবস্থাপনা কমিটি, মুসল্লি ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানায় ইসলামিক ফাউন্ডেশন।