মানিকগঞ্জে রাস্তার পাশে পড়ে থাকা কার্টনবন্দি নারীর মরদেহের পরিচয় মিলেছে। নিহত ওই নারী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নিহার রঞ্জন গোস্বামীর মেয়ে বিউটি গোস্বামী (৩৮)।
তিনি দুই সন্তানের জননী। তবে এখনো হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী অলক রঞ্জন পলাতক রয়েছেন। বিউটি গোস্বামী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নিহার রঞ্জন গোস্বামীর মেয়ে। তার স্বামীর নাম অলক রঞ্জন গোস্বামী। তার সঙ্গেই ঢাকার উত্তরায় বসবাস করতেন তিনি। অলক রঞ্জন রাজধানীর একটি বাইং হাউসে চাকরি করতেন। এই দম্পতির দুই ছেলেসন্তান রয়েছে।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, কার্টনবন্দি নারীর মরদেহ উদ্ধারের পর তার পরিচয় শনাক্তে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়। এরপর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের খবর দিয়ে তা হস্তান্তর করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের বাবা নিহার রঞ্জন গোস্বামী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী অলক রঞ্জন পলাতক রয়েছেন।
প্রসঙ্গত, গত ৪ এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডি আঞ্চলিক সড়কের এগারোশ্রী এলাকায় রাস্তার পাশ থেকে কার্টনবন্দি অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।