\রূপসা উপজেলায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করার অপরাধে ৩০টি অবৈধ চুল্লি ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় ও রূপসা উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এবং রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী।
উপজেলা সহকারী কমিশনার ভুমির কার্যালয় ও এলাকাবাসী সুত্রে জানা যায়, বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১১টা হতে বিকেল ৪টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। এসময় রূপসা উপজেলার ইলাহিপুর, মবিনবাগ এবং চরশ্রীরামপুর এলাকার বিভিন্ন মালিকের নামে বেনামে ৩০টি চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেয়। তবে জব্দ করা হয় কাঠ এবং কয়লা। জব্দকৃত কাঠ ও কয়লা স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
এ বিষয়ে রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী জানান, কাঠ পুড়িয়ে কয়লা তৈরির চুল্লির বিষয়ে জানতে পেরে তা ধ্বংস করতে একটি অভিযান পরিচালনা করা হয়েছে। তবে জড়িত কাউকে পাওয়া না গেলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় কয়লা তৈরির ৩০টি চুল্লি ধ্বংস করতে সক্ষম হয়েছি।