রূপসা প্রতিনিধিঃ খুলনা রূপসা উপজেলা পরিষদ আয়োজিত শিক্ষিত যুব ও যুব মহিলাদের আউট সোর্সিং প্রশিক্ষণ বিষয়ক ১০ দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার(২১ জানুয়ারী) সকাল ১০টায় কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালাটি স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী(জাইকা) এর সহায়তায় যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। স্বাগত বক্তৃতা ও সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু বকর মোল্লা। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ফরিদুজ্জামান, ইউডিএফ এর সমন্বয়কারী রেজাউল করিম, সহকারী প্রোগ্রামার রেজাউল করিম, কাজদিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বনার্থ ভট্টাচার্য, প্রশিক্ষক গ্লোরিয়াস আইটি’র সত্বাধিকারী সুমন দত্ত।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপার ভাইজার নাহারুল ইসলাম, কেএম মফিজুর রহমান, কোষাধ্যক্ষ সোনিয়া আক্তার, শেখ রাসেল ডিজিটাল ল্যাবের আইসিটি সহকারী মাছুম বিল্লাহ প্রমুখ।