সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রূপসায় ইউপি সদস্যের হাতে আপন ভাই খুন | চ্যানেল খুলনা

রূপসায় ইউপি সদস্যের হাতে আপন ভাই খুন

খুলনার রূপসার টিএসবি ইউনিয়নের পাঁচানি গ্রামের ইউপি সদস্য কর্তৃক আপন ভাইকে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনাটি ঘটে। নিহত ইসরাঈল মোল্লা ওই এলাকার মৃত ইকলাস মোল্লার মেজ ছেলে। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনার পর ইউপি সদস্য ইন্তাজ মোল্লা ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

রূপসা থানার এসআই মো: কামরুজ্জামান জানান, নিহত ইসরাঈল মোল্লারা পাঁচ ভাই। ভিকটিম ভাইদের মধ্যে মেজ। ভাইদের একজন পাকিস্তানে স্থায়ীভাবে বসবাস করে। বাকী চার ভাইয়ের তিন ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ দীর্ঘদিনের। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ইসরাঈল বাড়ি অবস্থান করছে জেনে বড় ভাই ইনতাজ, ছোটভাই মারুফ ও বড় ভাইয়ের ছেলে সোহাগ পাঁচানি গ্রামে নিহদের বাড়ি আসে। তাদের চারজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিনজন ইসরাইলের ওপর লাঠি ও ইট নিয়ে আক্রমণ করে। একপর্যায়ে ইসরাইলের মাথার ওপর আঘাত করতে থাকে তারা। জ্ঞান হারিয়ে ফেললে তাকে রেখে ঘাতকরা পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকালে ইসরাইল মোল্লা (৫০) নিজ বাড়ীতে অবস্থান করছিলেন। আকস্মিক ভাবে তার বাড়ীতে হামলা চালায় আপন ভাই ইউপি সদস্য ইন্তাজ মোল্লা (৪৮), তার ছেলে সোহাগ (২৫) সহ আরেক ভাই মারুফ মোল্লা। মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত তারা বেধড়ক ভাবে বাঁশের লাঠি দিয়ে আঘাত করতে থাকে। এক পর্যায়ে ইট দিয়ে ইসরাইল মোল্লার মাথার অর্ধাংশ থেতলে দেয় তারা। ঘটনাস্থলে নিহতের স্ত্রী খাদিজা পারভীনের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ঘাতকরা পালিয়ে যায়। পরে ইসরাইল মোল্লাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ এবং কিছুদিন পূর্বে সংঘটিত নির্বাচনকে ঘিরে ২ ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। তার স্বামী ইউপি সদস্য প্রার্থী জব্বারের নির্বাচন করায় বিজয়ী প্রার্থী ইন্তাজ মোল্লা সুপরিকল্পিত এ হত্যাকান্ড সংঘটিত করেছে বলে অভিযোগ করেন তিনি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার এ সার্কেল এসএম রাজু আহম্মেদ। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশারেফ হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে ঘটনাটি ঘটেছে। ঘাতকরা পালিয়েছে। তাদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যহত রয়েছে। ময়না তদন্তের জন্য মেডিকেলে পাঠানো হবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ হত্যার খবরে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় দ্বিতীয় দিনের মত ইন্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতি চলছে

খুলনা মহানগর বিএনপির সভাপ‌তি মনা, ‍সম্পাদক তুহিন

পেশাগত উন্নয়নে সফট স্কিলে দক্ষতা অর্জন বর্তমান সময়ে সবচেয়ে জরুরি : উপাচার্য

খুলনা বিভাগের পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি খুলনা বিএনপির শ্রদ্ধা নিবেদন

কয়রায় যৌথ অভিযানে ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।