চ্যানেল খুলনা ডেস্কঃ রূপসা উপজেলা অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ ২০১৯-২০ উন্মুক্ত লটারীর মাধ্যমে সৌভাগ্যবান কৃষক যাচাই বাছাই কার্যক্রম ১৪ মে সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা।
আলাইপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব দূত রায়ের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা মহিলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এ এস এম মাহফুজুল আলম, , মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, জেলা আওয়ামীলীগ নেতা আ: মজিদ ফকির, জেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, সাধন অধিকারী, খুলনা-৪ আসনের এমপির সমন্বয়ক নোমান ওসমানী রিচি, রূপসা উপজেলা কৃষকলীগের উপজেলা আহবায়ক অধ্যাপক দীন বন্ধু বর্দ্ধন প্রমুখ।যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠানে উপজেলার ৫টি ইউনিয়নের ১৫ টি ব্লকের মাধ্যমে মোট ৬ হাজার ৮ শত ২০ জন কৃষকের মধ্যে হতে ১৬২০ জন সৌভাগ্যবান চাষীকে উন্মুক্ত লটারীর মাধ্যমে নির্বাচিত করা হয়।