চ্যানেল খুলনা ডেস্কঃখুলনার রূপসায় অবৈধ ভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করার অপরাধে এক কারখানা (চুল্লি) মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার নারিকেলী চাঁদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা। এ সময় চুল্লির মালিক আব্দুল কাদের শেখ কে পরিবেশ সংরক্ষণ আইন জরিমানা করা হয়। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা জানান, অবৈধ ভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করার অপরাধে পরিবেশ ও স্থানীয় মানুষদের নানা সমস্যা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে চুল্লির মালিককে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অন্যান্য কারখানা মালিকদের সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।