চ্যানেল খুলনা ডেস্কঃরূপসায় মাথা ছাড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি মাছ রাখার অপরাধে ব্রাইট সি ফুডস কোম্পানিকে ৫০ হাজার টাকা জরিমানা ও তিনজনকে তিন মাসের কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোর পাঁচটা পর্যন্ত এ অভিযান চলে। এসময় ৮৭৫ কেজি মাথা ছাড়া চিংড়ি মাছ, ২টি মাহিন্দ্রা ও ১টি পিকাপ জব্দ করা হয়।
রূপসা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার এ অভিযান পরিচালনা করেন। রূপসা থানার এসআই ও মৎস্য মান নিয়ন্ত্রণ পরিদর্শক এ অভিযান পরিচালনাকালে সহযোগিতা করেন।
কারাদ-প্রাপ্ত ব্যক্তিরা হলেন মোরোলগঞ্জ উপজেলার বাদরা গ্রামের আঃ রশিদের ছেলে সাগর (২৮), চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে আমিনুল শেখ (২৭) ও একই উপজেলার বারাশিয়া গ্রামের নওয়াব আলীর ছেলে আজিজুর হাওলাদার (৩২)।
জেলা প্রশাসন সূত্র জানায়, বাংলাদেশের ‘সাদা সোনা’ নামে পরিচিত চিংড়ি সম্পদ রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খুলনা অঞ্চল বাংলাদেশের রপ্তানিযোগ্য সিংহভাগ চিংড়ির যোগানদাতা। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় জেলি পুশকৃত ও হেডলেস চিংড়ি প্রক্রিয়াজাত করছে যা বাংলাদেশের চিংড়ি সম্পদের সুনাম বিনষ্ট করছে এবং রপ্তানি আয়ের এই খাতকে ক্ষতিগ্রস্ত করছে।
সূত্রটি আরও জানায়, অভিযানে জব্দকৃত ৮৭৪ কেজি চিংড়ি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা মোহাম্মদ হেলাল হোসেন এর নির্দেশনায় রূপসা উপজেলা এবং খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। ভোক্তাদের অধিকার সংরক্ষণে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।