চ্যানেল খুলনা ডেস্কঃ রূপসায় মাছ কোম্পানির কর্মচারী মোঃ সারজিল রহমান সংগ্রাম (২৮) কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহতের মা মোসাঃ সাবিনা ইয়াসমিন মিলি বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে রূপসা থানায় মামলাটি দায়ের করেন (নং-২১)। তবে এখনো পর্যন্ত মামলার এজাহারভুক্ত আসামিদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিহত সংগ্রাম বাগমারা গ্রামের শেখ মোঃ মুজিবর রহমানের ছেলে। সে স্থানীয় ব্রাইট সী ফুডস এ কম্পিউটার অপারেটর পদে কর্মরত ছিলেন।
এজাহারভুক্ত আসামিরা হলেন নগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকার রাহাত শিকদার (২৫), সোহেল হাওলাদার ওরফে গেদন সোহেল (২৫), রূপসার বাগমারা এলাকার ইব্রাহিম শেখ (২৫), গোয়ালবাথান এলাকার অমিত শেখ (২৫), নগরীর দক্ষিণ টুটপাড়া এলাকার সাজু ওরফে সাধু (২৬) ও মহিরবাড়ি খালপাড় এলাকার গেদনপাড়ার সিরাজ (২৬)। এছাড়াও মামলায় আরও ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, ২৬ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে পূর্ব রূপসার বীরশ্রেষ্ঠ রুহুল আমীন সড়কে মাছ কোম্পানির কর্মচারী সারজিল রহমান সংগ্রামকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। পরে খুমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ২টার দিকে তার মৃত্যু হয়।
রূপসা থানা অফিসার ইনচার্জ মোল্ল¬া জাকির হোসেন জানান, নিহতের মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রয়েছে বলেও জানা তিনি।
এদিকে সংগ্রাম নিহতের ঘটনায় গোটা এলাকায় শোক বিরাজ করছে। একমাত্র ছেলেকে হারিয়ে বাবা মুজিবর রহমান ও মা মিলি বেগম শোকে কাতর হয়ে পড়েছে। শোকাহত পাড়া-প্রতিবেশী ও নিকট আত্মীয়রা। নিহত সংগ্রামের জানাজে নামাজায় উপস্থিত ছিলেন মডার্ণ ও ব্রাইট সী ফুডসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব রেজাউল হক, রূপসা উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ আলী আকবর শেখ, নৈহাটী ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, সমাজ সেবক আলহাজ্ব শাহাজান শেখ, আলহাজ্ব মহিউদ্দীন শেখ, স ম আইয়ুব আলী, আলহাজ্ব নজরুল ইসলাম, মোঃ অকিল উদ্দিন, আলহাজ্ব মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ তানশেন শেখ, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, আলহাজ্ব আব্দুল হাই কচি, ইউপি সদস্য মোঃ ইলিয়াজ হোসেন, আমীর হোসেন, রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম মাহবুবুর রহমান, আল মাহমুদ প্রিন্স, রূপসা চিংড়ি বণিক সমিতির সভাপতি মোঃ আব্দুল মান্নান শেখ, ব্যবসায়ী আলহাজ্ব রেজাউল ইসলাম, সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, বাগমারা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান প্রমুখ।