রোহিঙ্গাদের ভাসানচর স্থানান্তরে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া সেখানে রোহিঙ্গাদের স্থানান্তর অবশ্যই স্বেচ্ছায় হতে হবে বলে জানিয়েছে দেশটি।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, রোহিঙ্গাদের ভাসানচর থেকে অবাধে কক্সবাজারে যাওয়া- আসার সুযোগ করে দিয়ে শরণার্থীদের মানবাধিকার সুরক্ষা করতে হবে। সেখানে সরিয়ে নেওয়া রোহিঙ্গাদের জীবিকা, শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক সেবা নিশ্চিত করাও প্রয়োজন।
ভাসানচরে রোহিঙ্গাদের নিরাপত্তা নিয়ে জাতিসংঘের কারিগরি কমিটি সমীক্ষা চালানোর জন্য বাংলাদেশ সরকারের কাছে যে প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও নিরাপদে রাখাইনে ফেরার জন্য সহায়ক পরিবেশ তৈরির জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই উদ্যোগ বাস্তবায়নে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছে।
হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বিরোধিতার মধ্যেও ৪ ডিসেম্বর প্রথম ধাপে ১৬শর বেশি রোহিঙ্গাকে ভাসানচর পাঠানো হয়েছে।