সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
লকডাউনের খবরে নিম্ন আয়ের মানুষের কপালে চিন্তার ভাঁজ | চ্যানেল খুলনা

লকডাউনের খবরে নিম্ন আয়ের মানুষের কপালে চিন্তার ভাঁজ

করোনা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাওয়ায় আগামী সোমবার (০৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন দিচ্ছে সরকার। এই লকডাউনের খবরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে নিম্ন আয়ের মানুষের। যাদের দিন আনি দিন খাই অবস্থা তাদের দুশ্চিন্তার যেন শেষ নেই।

লকডাউনের খবরে শনিবার (০৩ এপ্রিল) বিকেলে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় গিয়ে ফুটপাতের দোকানি, রিকশা চালকসহ বেশ কয়েকজন নিম্ন আয়ের মানুষের কপালে চিন্তার ভাঁজ দেখা যায়। একদিন কাজ না করলে যাদের মুখে খাবার জোটে না, লকডাউন হলে তাদের পরিবার কীভাবে চালবে? পরিবারের খাবার আসবে কোথা থেকে? এসব চিন্তায় মলিন নিম্ন আয়ের মানুষের মুখ।

সাভারের ফুটপাতের ব্যবসায়ী আজাদ বলেন, এর আগের লকডাউনে ব্যবসা করতে পারি নাই। বসে বসে মূলধন যতটুকু ছিল তা সবই শেষ করেছি। গত বছরে ফুটপাতে দোকান করেছি ৪৫ দিন। এছাড়া পুরো এক বছরে কোনো ইনকাম ছিল না। সব পুঁজি শেষ হওয়ায় এখনও ঠিক মতো ব্যবসা করতে পারছি না। এখন বসে বসে ভাবছি আবার লকডাউন হলে কী করবো? এবার ব্যবসা না করতে পারলে ঋণের বোঝা আরও বেড়ে যাবে।

আশুলিয়ার জামগড়া এলাকার ফুটপাতের ব্যবসায়ী মইনুল বলেন, আগের বারের লকডাউনেই তো ঋণ করেছি অনেক টাকা। সেগুলো এখনও শোধ করতে পারিনি। আবার লকডাউন হলে আমার ব্যবসা টিকিয়ে রাখাই সম্ভব হবে না। এজন্য আমার স্ত্রী-সন্তানকে আগেই বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি। লকডাউনে বসে বসে তাদের খরচ চালানো সম্ভব নয়।
বাইপাইল এলাকার রিকশাচালক ওলিদ বলেন, ভালো ইনকামের আশায় ঢাকায় আসলাম, এখন তো বিপদে পড়লাম। লকডাউন হলে তো বাড়িতে টাকা পাঠাতে পারবই না, উল্টো গ্যারেজ ভাড়া ও খাওয়ার বিল বাকি জমা পড়বে। মহাবিপদে পড়বো শুধু আমরাই। যাদের টাকা আছে তাদের তো এক সপ্তাহ নয়, এক মাস বসে থাকলেও সমস্যা নাই।

এ ব্যাপারে সচেতন নাগরিক কমিটির আশুলিয়া আঞ্চলের সভাপতি লায়ন মোহাম্মদ ইমাম বলেন, লকডাউনের সময় নিম্ন ও স্বল্প আয়ের মানুষদের যদি বিত্তবানরা সহযোগিতা করেন তাহলে এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। তিনি সকল সম্পদশালী ও বিত্তবানদের নিম্ন আয়ের মানুষের পাশে দাাঁড়ানোর আহ্বান জানান।

এ ব্যাপারে সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) বলেন, আমরা এখনও লকডাউনের নির্দেশনা পাইনি। যেভাবে নির্দেশনা আসবে ঠিক সেভাবেই লকডাউন কার্যকর করা হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ঝটিকা মিছিল শেষে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

কুরআন অবমাননার ‘মূল হোতা’ রিংকু আটক

ভান্ডারিয়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ২ গ্রুপের সংঘর্ষ

ফেনীর মসজিদের স্ক্রিনে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে’

সাদপন্থি জিয়া ২ দিনের রিমান্ডে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।